হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে বৈঠকে আরেফ বলেন, ইরান কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। এজন্য তিনি বিশেষভাবে ব্যবসায়ী, বেসরকারি খাত ও অর্থনৈতিক অংশীদারদের জন্য ভ্রমণ ও যোগাযোগ সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে (EAEU) ইরানের পর্যবেক্ষক সদস্যপদ এবং মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে। কিরগিজস্তানকে সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার অধিকারী দেশ হিসেবে বর্ণনা করে আরেফ বলেন, এ দেশ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল ঐতিহ্য বহন করে।
ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের প্রধানমন্ত্রীদের সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তিনি কিরগিজ সরকারকে ধন্যবাদ জানান এবং স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে স্মরণ করিয়ে দেন যে, কিরগিজস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে ইরান অন্যতম।
এ সময় তিনি ইসরাইলি দখলদার শাসনের সাম্প্রতিক হামলার নিন্দা জানান, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ পরমাণু আলোচনার সময় সংঘটিত হয়েছিল। আরেফ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মহলে কিরগিজস্তান এ হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সমন্বয়ে চালানো এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে, প্রেসিডেন্ট জাপারভ ইরানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে কিরগিজস্তানের আগ্রহ ব্যক্ত করেন এবং যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশন সক্রিয় করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উত্তর-দক্ষিণ করিডরের মাধ্যমে ইরানকে ব্যবহার করে কিরগিজস্তান উন্মুক্ত সমুদ্রের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবে।
ইসরাইলি হামলায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া এবং ইরানি নাগরিকদের শাহাদাতের ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ইরান সফর করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আপনার কমেন্ট